Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Apr 2025 23:42
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতকের ভর্তির আবেদন নেওয়া শুরু হয়েছে। এবার বিভিন্ন বিষয়ে ৭০৮৩ আসনে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

অনলাইনে ভর্তির আবেদনপত্র পূরণ করা যাবে ২৯ আগস্ট রাত ১০টা পর্যন্ত। আর পরীক্ষার ফি ৩০ আগস্ট পর্যন্ত জমা দেওয়া যাবে।

আর ৩০ আগস্ট বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত ‘গ’ ও ‘চ’ ইউনিটের এবং ১২ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত ‘ক’, ‘খ’ ও ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

জানা গেছে, জনতা, সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকের যেকোনো শাখায় ব্যাংক অনলাইনের সার্ভিসচার্জসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০ টাকা জমা দিতে হবে।

উদ্বোধন কালে উপাচার্য জানান, গতবারের চেয়ে এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তিযোগ্য আসন ২৮৩টি বাড়ছে।

তিনি বলেন, প্রতিবারই ভর্তির আবেদন প্রক্রিয়া চলার সময়ে কিছু আসন বাড়ানো হয়। এই শিক্ষাবর্ষে জাপানিজ স্টাডিজ ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগে অনার্স কোর্স চালু করা হয়েছে। সব মিলে আসন সংখ্যা বেড়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্য মতে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটে ১৭৬৫, ‘খ’ ইউনিটে ২৩৬৩, ‘গ’ ইউনিটে ১২৫০, ‘ঘ’ ইউনিটে ১৫৭০ এবং ‘চ’ ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।

এছাড়া http://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ভর্তির বিস্তারিত তথ্য জানা যাবে।

(এসএএম/ ০৮ আগস্ট ২০১৭)