Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০১৭ পালন করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এলক্ষ্যে প্রাথমিক কর্মসূচী চূড়ান্ত করেছে বিএসইসি।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসসিও) অনুরোধে সপ্তাহব্যাপী এই কার্যক্রম পরিচালনা করবে সংস্থাটি।

গতকাল মঙ্গলবার ডিএসইসি আয়োজিত এক মতবিনিময় সভায় এটি চূড়ান্ত করা হয়। বিএসইসি, ডিএসই, ডিবিএ, বিএমবিএ ও অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এই সভায় উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০১৭ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের সমন্ময়ে একটি কমিটি করা হয়েছে। ৭ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সিনিয়র সহ-সভাপতি মোস্তাক সাদেককে। কমিটির অন্য সদস্যরা হলেন, ডিএসইর মহাব্যবস্থাপক মো. সামিউল ইসলাম, সিএসইর উপ মহাব্যবস্থাপক মো. গোলাম ফারুক, অ্যাসেট ম্যানেজারদের থেকে খন্দকার আসাদুল ইসলাম রিপন, বিএসইসির মোহাম্মদ জোবায়ের উদ্দিন ভূইয়া এবং সেন্টার ডিপোজিটরি বাংলাদেশের (সিডিবিএল) মো. মনির।

কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ৩, ৪ এবং ৫ অক্টোবর ডিএসইতে ওয়ার্কশপ ও ৫ এবং ৬ অক্টোবর আলোচনা সভা এবং ৮ অক্টোবর বিএসইসিতে সমাপনী অনুষ্ঠান।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান এ বিষয়ে বলেন, বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০১৭ পালন উপলক্ষে আমরা সবাইকে নিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছি। কমিটিকে কিছু কাজের পরিকল্পনা দেওয়া হয়েছে। সপ্তাহটি সফলভাবে পালনের জন্য কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

অবশ্য এর আগে বিএসইসি অনুষ্ঠানটি সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য ৭ সদস্য বিশিষ্ট আরও একটি কমিটি গঠন করা হয়েছে।

সেই কমিটিতে বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলমকে আহ্বায়ক করা হয়েছে। এই কমিটির অন্য সদস্যরা হলেন পরিচালক রেজাউল করিম, আবুল হাসান, ফারহানা ফারুকী, উপ-পরিচালক মো. জোবায়ের উদ্দিন ভূইয়া, আবুল কালাম আজাদ। আর সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সহকারী পরিচালক বনী ইয়ামিন।

(এসএএম/ ০৯ আগস্ট ২০১৭)