Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নিট মুনাফা কমেছে। ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর ও প্রভিশন পরবর্তী মোট নিট মুনাফা হয়েছে ৫২৮ কোটি ৫৬ লাখ টাকা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ৬১৩ কোটি ৩৫ লাখ টাকা।

সে হিসেবে আলোচ্য বছরে নিট মুনাফার পরিমাণ কমেছে ৮৪ কোটি ৭৯ লাখ টাকা বা ১৩.৮২ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ি, বিগত বছর শেষে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি কর ও প্রভিশন পূর্ববর্তী মুনাফা করেছে ব্যাংকটি। এই মুনাফার পরিমাণ ১ হাজার ৫৪৬ কোটি ৩৬ লাখ টাকা। এর  মধ্যে ব্যাংকটি খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) সংরক্ষণ করেছে ৩৭১ কোটি ৬৭ লাখ টাকা। আয় কর পরিশোধ করেছে ৬৪৬ কোটি ১৩ লাখ টাকা।

২০১৫ সালে ব্যাংকটির কর ও প্রভিশন পূর্ববর্তী মুনাফা ছিল ১ হাজার ৩৮৯ কোটি ৩৩ লাখ টাকা।

২০১৬ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা হয় ২ হাজার ৩ কোটি টাকা। ২০১৫ সালে যার পরিমাণ ছিল ১ হাজার ৮০৮ কোটি টাকা। এ হিসেবে বছরের ব্যবধানে ব্যাংকটির পরিচালন মুনাফা হার বৃদ্ধি পায় প্রায় ১১ শতাংশ।

জানা গেছে, ব্যাংকটির সম্পদের ওপর আয়ের হার (রিটার্ন অন অ্যাসেটস) বৃদ্ধি পেয়েছে দশমিক ৬৬ শতাংশ। আর মূলধন আয়ের ওপর হার (রিটার্ন অন ইক্যুইটি) বৃদ্ধি পেয়েছে ১০.২১ শতাংশ। ব্যাংকটির বর্তমান সম্পদমূল্য ৭৯ হাজার ৭৭০ কোটি টাকা।

কোম্পানিটির বর্তমান রিজার্ভ রয়েছে ৩ হাজার ১১৯ কোটি ২৭ লাখ টাকা। আর পরিশোধিত মূলধন ১ হাজার ৬১০ কোটি টাকা। বর্তমানে ব্যাংকটির ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮টি শেয়ার রয়েছে। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

কোম্পানির মোট শেয়ারের ৬১.৬৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫.৬৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৫.৪৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৭.১৮ শতাংশ শেয়ার।

(এসএএম/ ০৮ মার্চ ২০১৭)