বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : নোকিয়া প্রথমবারের মতো নোকিয়া-৮ মডেলের অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট বাজারে ছাড়তে যাচ্ছে। ‘বোথি’ ভিডিওর ধারণাকে জনপ্রিয় করার উদ্দেশ্য এই ফোন আনছে নোকিয়া। এই ফোনটির সামনের ও পেছনের উভয় ক্যামেরা দিয়েই একসঙ্গে ভিডিও করা যাবে।
নোকিয়া-৮ এ ভিডিও করার সময় ফোনের ডিসপ্লের পাশাপাশি দুটি ভাগের একটিতে সামনের ক্যামেরায় ধারণ করবে ভিডিওকারীর ভিডিও এবং পেছনের ক্যামেরা ধারণ করবে বিষয়বস্তুর ভিডিও।
এই ভিডিও ইউটিউবসহ অন্য মাধ্যমগুলোতে সরাসরি সম্প্রচার করা যাবে। অ্যালুমিনিয়ামের তৈরি কাঠামো এই স্মার্টফোনটির দাম পড়বে প্রায় ৬০০ ইউরো।
অ্যান্ড্রয়েডচালিত এই স্মার্টফোন দিয়ে ফোর-কে রেজল্যুশন ভিডিও ধারণ করা যাবে। এর সামনে ও পেছনে রয়েছে জার্মানির জেইসের তৈরি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।
নোকিয়ার ব্র্যান্ড লাইসেন্স কিনে নেওয়া এইচএমডি গ্লোবাল দাবি করেছে, সামনে ও পেছনের ক্যামেরা দিয়ে একই সঙ্গে ভিডিও ধারণ করার ফিচারসংবলিত ফোন বিশ্বে এই প্রথম।
এইচএমডি গ্লোবাল এই দাবি করলেও অন্য কিছু হ্যান্ডসেট রয়েছে, যেগুলোতে দুই পাশের ক্যামেরা দিয়ে একসঙ্গে ভিডিও ধারণ করার ফিচার রয়েছে। তবে ফেসবুক ও ইউটিউবে ওই ভিডিও ফুটেজে সরাসরি সম্প্রচার করার সুবিধাসংবলিত ফোন এটাই প্রথম।
এইচএমডি গ্লোবালের প্রেসিডেন্ট ফ্লোরিয়া সেইচ বলেন, ‘আমরা আমাদের ফোনগুলোতে যুক্ত করেছি নকিয়া ওজো অডিও। বিশ্বে কোনো ফোনে যে প্রযুক্তি এই প্রথম। এই প্রযুক্তি সাধারণত কেবল হলিউডের স্টুডিওতে ব্যবহার করা হয়ে থাকে। এর মাধ্যমে আমরা আপনার স্মার্টফোনেই পূর্ণ সাররাউন্ড সাউন্ড যুক্ত করেছি।’
(এম আর / ১৭ আগষ্ট, ২০১৭)