Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সীমান্ত এলাকায় অনুমোদন ছাড়া ৪০টি টাওয়ার তৈরি এবং বিভিন্ন অপারেটরের কাছ থেকে ভাড়া নিয়ে আরও ৬৯টি টাওয়ার ব্যবহারের অভিযোগে মোবাইল ফোন অপারেটর বাংলালিংককে ১৭ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

গত সপ্তাহে নিয়ন্ত্রক সংস্থার নিয়মিত কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিটিআরসি সূত্রে জানা গেছে, ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় ৪০টি টাওয়ার তৈরি করেছে বাংলালিংক, যেগুলো স্থাপনের কোনো অনুমোদন বিটিআরসির কাছে নেওয়া হয়নি। এ সময়ে সীমান্তবর্তী ৩১টি জেলায় বিভিন্ন অপারেটরের কাছ থেকে ভাড়া নিয়ে আরও ৬৯টি টাওয়ার ব্যবহার করেছে বাংলালিংক, যেগুলোর অনুমোদনও নেওয়া হয়নি। অনুমোদন ছাড়া এসব টাওয়ার ব্যবহারের জরিমানা হিসেবে অপারেটরটিকে এখন ১৭ কোটি টাকা দিতে হবে।

টাওয়ার ব্যবহার করে বাংলালিংক এই পরিমাণ অর্থ আয় করেছে ধরেই এই জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে ২০১৩ সালে সীমান্ত এলাকায় অনুমোদন ছাড়া টাওয়ার তৈরির অভিযোগে অভিযুক্ত হয়েছিল বাংলালিংক ও এয়ারটেল। সে সময় অপারেটর দুটিকে জরিমানা না করে ভবিষ্যতে যাতে এমনটি না ঘটে, সে বিষয়ে সতর্ক করেছিল বিটিআরসি। একই সঙ্গে নির্মাণ করা ওই সব টাওয়ার তৈরির অনুমোদনও দেওয়া হয়েছিল।

২০১৩ সালে বাংলালিংক সীমান্ত এলাকায় ৪০০ টাওয়ার তৈরি করে। আর বর্তমানে রবির সঙ্গে একীভূত হওয়া এয়ারটেল তৈরি করেছিল ১৯১টি টাওয়ার।

বিটিআরসির নিয়ম অনুযায়ী, সীমান্ত এলাকায় টাওয়ার তৈরি করতে হলে সংশ্লিষ্ট অপারেটরকে অবশ্যই শর্ত সাপেক্ষে অনুমতি নিতে হবে। কিন্ত বাংলালিংক অনুমতি না নিয়েই সীমান্ত এলাকায় টাওয়ার তৈরি করেছে।

(এম আর / ২১ আগষ্ট, ২০১৭)