বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : আজ সৌদি আরবের মক্কায় একটি হোটেলে আগুন লাগে।এসময় হোটেলটিতে প্রায় ৬০০ বাসিন্দা ছিলেন, যাদের অধিকাংশই হজযাত্রী।
দ্য ন্যাশনালের খবরে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের পর হোটেলে থাকা হজযাত্রীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তারা এখন নিরাপদে আছে।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সেবার মুখপাত্র নায়েফ আল-শরিফ জানান, অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে ১৫ তলা হোটেলটির আটতলায় ত্রুটির কারণে আগুন লাগে।
ওই মুখপাত্র জানান, হোটেলে থাকা বেশির ভাগ হজযাত্রী ই তুরস্ক ও ইয়েমেন থেকে আসা। তাদের হোটেলে ফিরিয়ে আনা হয় আগুন নিয়ন্ত্রণের আসার পর।সূত্র:দ্য ন্যাশনাল
(এম আর / ২১ আগষ্ট, ২০১৭)