বিনিয়োগবার্তা ডেস্ক: গল টেস্টে শ্রীলঙ্কা বাংলাদেশ দলের সামনে কঠিন এক চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছে। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে স্বাগতিকদের প্রথম ইনিংস ৪৯৪ রানে থেমেছে। ফলে সফরকারী বাংলাদেশের সামনে কঠির পরীক্ষাই অপেক্ষা করছে।
বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নেমেছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।
শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে কুশার মেন্ডিসের ১৯৪ রানের ইনিংসের সুবাদে বড় স্কোর জমা করেছে। ডাবল সেঞ্চুরির পথেই হাঁটছিলেন এই লঙ্কান ব্যাটসম্যান। তার দাপটে বাংলাদেশের বোলাররা নাজেহালই হচ্ছিল।
অবশেষে তাকে প্যাভিলিয়নের পথ ধরান মেহেদী হাসান মিরাজ। তিনি ১৯টি চার ও ৬টি ছয়ের মারে ইনিংসটি সাজান। ফলে তাকে ৬ রানের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।
এদিকে বাংলাদেশের জন্য হুমকি হয়ে আরেক লঙ্কা ব্যাটসম্যান দিকবালাকেও মিরাজই ফেরালেন। তিনি ওয়ানডে স্টাইলে খেলে ৭৬ বলে ৬টি চার ও ১টি ছয়ের মারে ৭৫ রান করেন।
এছাড়া লঙ্কানদের হয়ে আসিলা গুনারত্নে ৮৫, দিমুথ করুনারত্নে ৩০ এবং দিলরুয়ান পেরেরা ৫১ রান করেন।
বাংলাদেশ দলের হয়ে এই ইনিংসে ৪টি উইকেট তুলে নিয়েছেন মিরাজ। এছাড়া মুস্তাফিজ ২টি এবং তাসকিন, শুভাশীষ ও সাকিব ১টি করে উইকেট পেয়েছেন।
(এমআইআর/ ০৮ মার্চ ২০১৭)