বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারের (৮ মার্চ) টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেষ্টমেন্ট। এদিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ৮.৫৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেষ্টমেন্টের শেয়ারের সর্বশেষ শেয়ার দর ২৫.৫০ টাকা। বুধবার লেনদেন শেষে কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ২৫.৩ টাকায়। এ দিন কোম্পানির শেয়ার ২৩.৩ টাকা থেকে ২৫.৫ টাকার মধ্যে লেনদেন হয়।
টপ টেন গেইনারের অপর ইস্যুগুলোর মধ্যে- সালভো কেমিক্যালের ৬.৫২ শতাংশ, সিটি ব্যাংকের ৬.২১ শতাংশ, সোশ্যাল ইসলামি ব্যাংকের ৫.৭৮ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৪.৮১ শতাংশ, এএফসি অ্যাগ্রো বায়োটেকের ৪.২১ শতাংশ, পূবালি ব্যাংকের ৪.০২ শতাংশ, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকের ৪ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.৯৫ শতাংশ ও ফাঁস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের ৩.৩৩ শতাংশ দাম বেড়েছে।
(ইউএম/ ০৮ মার্চ ২০১৭)