Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারের ক্ষুদ্র ও নতুন বিনিয়োগকারীদের মাঝে আর্থিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা সম্পন্ন করেছে ট্রেজার সিকিউরিটিজ লিমিটেড। দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এ প্রশিক্ষণ দিযেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজার সিকিউরিটিজের প্রধান পরিচালন কর্মকর্তা মোস্তফা মাহবুব উল্লাহ। তিনি পুঁজিবাজারে বিনিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। একজন নতুন বিনিয়োগকারীর কার্ষ্টাজিত অর্থ কোন খাতে বিনিয়োগ করতে হবে, কিভাবে বিনিয়োগ করতে হবে, কোন সময়ে কী সিদ্ধান্ত নিতে হবে- তা সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিনিয়োগ শিক্ষার ওপর প্রবন্ধ উপস্থাপন করেন প্রশিক্ষক সাখাওয়াত হোসেন। তিনি বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের ওপর মৌলিক জ্ঞান বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এসময় প্রতিষ্ঠানটির সহকারি ব্যবস্থাপক রানা রুবায়েত সিজান, একেএম নজরুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এসএএম/ ২২ আগস্ট ২০১৭)