প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশের পুঁজিবাজারের সমৃদ্ধির জন্য প্রশিক্ষিত বিনিয়োগকারী খুবই প্রয়োজনীয় বিষয় বলে মন্তব্য করেছেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শরীফ এম এ রহমান।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর রাজারবাগের মোমেনবাগে মিলেনিয়াম ইউনিভার্সিটির অডিটরিয়ামে আয়োজিত এক প্রশিক্ষন কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।
ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড ও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
প্রশিক্ষন কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন’র নির্বাহী পরিচালক রোকসানা চৌধুরী ও মো: সাইফুর রহমান।
শরীফ এম এ রহমান বলেন, পৃথিবীর উন্নত দেশগুলোতে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অনেক বেশি প্রশিক্ষিত। আমরা যখন কোন বিদেশিকে আমাদের শেয়ারবাজারে বিনিয়োগ করতে বলি তারা আমাদের কাছে অনেক কিছুই জানতে চান।
তাদের সঙ্গে তুলনা করলে আমরা দেখতে পাই যে, আমাদের এখানকার বিনিয়োগকারীদের সঙ্গে তাদের জ্ঞানের বিস্তর ফারাক রয়েছে। কোনো কোম্পানিতে বিনিয়োগের আগে তারা ওই কোম্পানির চুলচেড়া বিশ্লেষণ করে থাকেন। আর আমাদের বিনিয়োগকারীরা কোনো কিছুই না বুঝেই, অনেকটা হুজুগে বিনিয়োগ করে থাকেন। এটি ঠিক নয়।
তিনি বলেন, শেয়ারবাজারে বিনিয়োগ অন্য খাতে বিনিয়োগের মতো নয়। এখানে বিনিয়োগ করতে হলে পড়াশুনা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, প্রশিক্ষন নিতে হবে। তারপরে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। এই বাজারে যত বেশি মেধার সমন্বয় হবে, বাজার ততই সমৃদ্ধ হবে।
ব্র্যাক ইপিএলের সিইও বলেন, বিএসইসিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই দেশব্যাপি বিনিয়োগ শিক্ষা কার্যক্রমকে ছড়িয়ে দেওয়ার জন্য। পাশাপাশি আমি এও বলতে চাই যে, দেশব্যাপি বিনিয়োগ শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে আমাদের ব্রোকরেজ হাউজ অন্যদের চেয়ে অনেক এগিয়ে। আমরা রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে এই কার্যক্রম চালাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলেনিয়াম ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন এ্যাডভোকেট রোখসানা খন্দকার। অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, বিএসইসি ও মিলেনিয়াম ইউনিভার্সিটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন; যাদের মধ্যে অধিকাংশই নারী।
(শামীম/ ২২ আগস্ট ২০১৭)