বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দীর্ঘ ৬ বছর পর চীনে আবার চালু হচ্ছে দ্রুতগতির বুলেট ট্রেন। সেই সঙ্গে বাড়ছে গতিবেগও।
উল্লেখ্য, ২০১১ সালে দুটি ট্রেন দুর্ঘটনায় ৪০ জন যাত্রী মারা যায়। তখন এই সেবাটি বন্ধ করে দেওয়া হয়। আগামী সপ্তাহ থেকে এসব ট্রেনের কয়েকটিকে আবার চালু করা হবে।
ঘণ্টায় সাড়ে তিনশো কিলোমিটার পাড়ি দিতে সক্ষম ফুশিং নামের এই ট্রেনগুলো। এর ফলে বেইজিং থেকে সাংহাইয়ের যাত্রার সময় এক ঘণ্টা কমবে।
এর আগে ২০১১ সালে সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছিল প্রতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার।
২১ সেপ্টেম্বর থেকে সাতটি বুলেট ট্রেনকে সর্বোচ্চ গতিবেগে চলাচলের অনুমতি দেয়া হবে। এই ট্রেনগুলোতে উন্নত মনিটরিং প্রযুক্তি বসানো হয়েছে। জরুরি সংকেত বেজে ওঠার সঙ্গে সঙ্গে ট্রেনটি স্বয়ংক্রিয়ভাবে গতি কমাবে, নয়তো একেবারে থেমে যাবে।
রেল কোম্পানিগুলো রেলপথের উন্নয়নের জন্য কাজ করছে যাতে এসব ট্রেন ঘণ্টায় ৪০০ কিলোমিটার বেগে চলতে পারে।
(দীপ্ত/ ২৩ আগস্ট ২০১৭)