Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Apr 2025 02:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে বিনিয়োগ শিক্ষা কর্মশালা সম্পন্ন করেছে এসএআর সিকিউরিটিজ লিমিটেড।

রাজধানীর মতিঝিলে সোয়ানটেক্স ভবনে সম্প্রতি এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রায় শতাধিক বিনিয়োগকারী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অব.) মনসুরুল আলম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল্লাহ চৌধুরী।

শরীফ আতাউর রহমান বলেন, পুঁজিবাজার দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রসারের মূল কেন্দ্র। পুঁজিবাজার দেশের শিল্প উন্নয়নে মূলধন সংগ্রহ, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি কেন্দ্রিক বিনিয়োগ এবং বেকার সমস্যার সমাধান করে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে।

তিনি বলেন, সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের পুঁজিবাজার দিন দিন বিনিয়োগকারীদের কাছে বিপুল সম্ভাবনাময় হয়ে উঠেছে। বিনিয়োগের পাশাপাশি বিনিয়োগ সচেতনতাও অত্যন্ত জরুরী।

তিনি আরও বলেন, কোম্পানির আর্থিক প্রতিবেদন,পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা কমিটি, লভ্যাংশের হার এবং বিগত বছরের রেকর্ড ইত্যাদি বিষয় বুঝে বিনিয়োগ করাই সচেতন বিনিয়োগকারীর লক্ষ্য হওয়া উচিত। কোন পরিস্থিতি তেই গুজবের ভিত্তিতে শেয়ারবাজারে বিনিয়োগ করা উচিত না। গুজবে বিনিয়োগ করলে হয়ত সাময়িক মুনাফা আসতে পারে, তবে এতে বিনিয়োগ ঝুঁকির মধ্যেই থাকে।

(এসএএম/ ২৪ আগস্ট ২০১৭)