প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ‘আইটেমের ব্যবসা ছেড়ে দিন। আইটেমের পেছনে না ছুটে আপনার আইটেম আপনি নিজেই তৈরি করুন। ঝুঁকি মিনিমাইজ করুন। ক্যালকুলেটরে প্রফিট গোনা বাদ দিয়ে সেই প্রফিট ঘরে তুলুন। সর্বোপরি নিজের পোর্টফলিও নিজেই তৈরি করুন।’
দেশব্যাপি ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের আওতায় পার্কওয়ে সিকিউরিটিজ লিমিটেডের বিনিয়োগ শিক্ষা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো: সাইফুর রহমান এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এনেক্স ভবনের ১২ তলায় হাউজটির প্রধান কার্যালয়ে বিনিয়োগকারীদের অংশগ্রহণে এই ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন পার্কওয়ে সিকিউরিটিজ হাউজের পরিচালক ইমরান হোসেন তানভীর, সিইও এসএম কামরুল আহসান, ডিজিএম সৈয়দ ইকবাল হোসেন জামিল এবং উপস্থাপনায় ছিলেন আইয়ুব সরকার।
অনুষ্ঠানে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান বলেন, অনেকেই অভিযোগ করছেন যে আমরা আবারো বিনিয়োগকারীদের ডেকে নিয়ে আসতেছি, আবার তাদেরকে সর্বশান্ত করে ছেড়ে দেবো। আসলে এই কথাটি শোনা খুবই দুঃখের। মার্কেটকে গরম করার জন্য এই অনুষ্ঠান নয়। মূলত ফিন্যান্সিয়াল জ্ঞান অর্জন হচ্ছে মূখ্য বিষয়। পুঁজিবাজার হচ্ছে সঞ্চয়কে বিনিয়োগে রূপান্তর করা। আপনার সঞ্চয়ের অর্ধেক পুঁজিবাজারে নিয়ে আসতে পারেন। সেজন্য আপনায় বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হতে হবে।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্কওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো: রফিকুল ইসলাম। ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষে উপস্থিত ছিলেন, জেনারেল ম্যানেজার (এইচআর এন্ড এডমিন) মো: সামিউল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দ আল-আমিন এবং ম্যানেজার মুহাম্মদ রনি ইসলাম।
(এসএএম/ ২৪ আগস্ট ২০১৭)