Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: আগামীকাল রোববার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ৩০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেনার জন্য ব্যক্তি মালিকানাধীন ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করবে। দেশে নবায়নযোগ্য জ্বালানির হার বাড়ানোর সরকারি উদ্যোগের অংশ হিসাবে এ চুক্তি করা হবে।

বিপিডিবির পরিচালক (গণসংযোগ) সাইফুল হাসান চৌধুরী জানান, নগরীর বিদ্যুৎ ভবনে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি সম্পাদিত হবে। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ১০ শতাংশে নবায়নযোগ্য জ্বালানির হার পৌঁছানোর লক্ষ্য অর্জনে সরকার ইতোমধ্যে বহু উদ্যোগ গ্রহণ করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চুক্তি সইয়ের পর ওই সৌর বিদ্যুৎ কোম্পানি ১৮ মাসের মধ্যে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ করবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

২০২১ সালের মধ্যে সরকার সবার কাছে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। দেশে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ওপরই টেকসই সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে।

উল্লেখ, দেশে বর্তমান বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৫ হাজার ৭৫৫ মেগাওয়াটে পৌঁছায়।

সূত্র : বাসস

(দীপ্ত/ ২৬ আগস্ট ২০১৭)