বিনিয়োগবার্তা ডেস্ক: সৌদি আরব ও চীন যৌথভাবে ২ হাজার কোটি ডলারের বিনিয়োগ ফান্ড গঠন করতে চায়। উভয় দেশে এই ফান্ডের সমান অংশীদারিত্ব ও মুনাফা থাকবে।
বৃহস্পতিবার সৌদি আরবের জ্বালানিমন্ত্রী খালিদ আল ফালিহ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এই ফান্ড দিয়ে সৌদি আরবে একটি কোম্পানি প্রতিষ্ঠা করা হবে; যা চীনের বিনিয়োগকে আকৃষ্ট করবে। সৌদি ভিশন- ২০৩০ এবং চীনের ওয়ান বেল্ট ওয়ান রুট (ওবোর) প্রকল্পকেও যা ইতিবাচক ভুমিকা পালন করবে।
আল ফালাহ’র বরাতে সৌদি গেজেটের খবরে বলা হয়, দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীদের মধ্যে সম্প্রতি এক অর্থনৈতিক সম্মেলন হয়। ওই সম্মেলনের পাশে এক পার্শ্ব বৈঠকে ফালাহ এসব কথা বলেন।
চীনের ভাইস প্রধান ঝাং গাওলি ওই সম্মেলনের আয়োজন করেন।
(দীপ্ত/ ২৬ আগস্ট ২০১৭)