বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আজ সোমবার (২৮ আগস্ট ২০১৭) থেকে কেনিয়ায় কেউ পলিব্যাগ ব্যবহার করলে তাকে ৩০ লাখ ৫০ হাজার টাকা (৩৮০০০মার্কিন ডলার) বা ৪ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। কেনিয়া সরকার পলিথিনের তৈরি ব্যাগ ৪ বছর আগে নিষিদ্ধ
করলেও দীর্ঘদিন পর আইনটি কার্যকর হলো। কেনিয়ায় এটি ছিল গত ১০ বছরে পলিথিনের ব্যাগ নিষিদ্ধ করার তৃতীয় বারের চেষ্টা।
পলিথিন ব্যাগ নিষিদ্ধের ফলে পরিবেশ সুরক্ষিত থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার।
অপর দিকে পলিথিন ব্যাগ উৎপদনকারীরা বলছে, এতে ৮০ হাজার মানুষ চাকরি হারাবে। এ নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে দুই প্লাস্টিক আমদানিকারকের দায়ের করা মামলা গত সপ্তাহে আদালত বাতিল করে। তখন আদালত জানিয়েছে ব্যবসায়িক স্বার্থের চেয়ে পরিবেশগত উদ্বিগ্নতার বিষয়টি
বেশি গুরুত্বপূর্ণ।
বিবিসির খবরে বলা হয়েছে, কেনিয়াতে প্রতি মাসে প্রায় ২ কোটি ৪০ লাখ পলিথিন ব্যাগ ব্যবহার করা হয়। নাইরোবিতে বিবিসির সংবাদদাতা অ্যান সয় জানিয়েছেন, কেনিয়ার অধিকাংশ নাগরিক এই নিষেধাজ্ঞাকে ইতিবাচকভাবে দেখছেন।
এদিকে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে কিভাবে ভোক্তারা এর সাথে মানিয়ে নিবেন। সাধারনত খুচরা দোকানগুলোতে বিনামূল্যে পলিথিনের ব্যাগ সরবরাহ করা হতো। তাছাড়া নতুন আইন কার্যকর হওয়ার ফলে কেনিয়ায় আসা পর্যটকদের বিপাকে পড়তে হবে। তাদের সঙ্গে থাকা
পলিব্যাগ বিমানবন্দরে রেখে যেতে হবে বলে জানায় দেশটির জাতীয় পরিবেশ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
দক্ষিণ আফ্রিকা, রুয়ান্ডা, ইরিত্রিয়াসহ আফ্রিকার আরো কিছু দেশ পলিব্যাগ বহন নিষিদ্ধ করেছে।
(দীপ্ত/ ২৮ আগস্ট ২০১৭)