Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ফের কন্যা সন্তান জন্ম নিয়েছে জাকারবার্গ দম্পতির ঘরে।

সোমবার ফেসবুক পোস্টে এ তথ্য জানান বিশ্বের সবেচেয়ে জনপ্রিয় সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ নিজেই।

ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায়, দ্বিতীয় কন্যা নিয়ে উচ্ছাসে মেতেছেন জাকারবার্গ ও প্রিসিলা চ্যান। সঙ্গে প্রথম মেয়ে ম্যাক্সিমা।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, জাকারবার্গ দম্পতি তাদের নতুন সন্তানের নাম রেখেছেন আগস্ট।

এর আগে এ দম্পতির প্রথম সন্তান ম্যাক্সিমা জন্মগ্রহণ করেন ২০১৫ সালে। ম্যাক্সিমার জন্মের সময় জাকারবার্গ তাদের সম্পদের অধিকাংশ দাতব্যকাজে ব্যয় করার ঘোষণা দেন।

জাকারবার্গ তাদের মেয়ে ম্যাক্সিমার ছবি পোস্ট করা ছাড়াও তার কাছে একটি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি আগস্টের জন্য সবার কাছে দোয়া ও কল্যাণ চেয়েছেন।

(এসএএম/ ২৯ আগস্ট ২০১৭)