বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির ২১তম সম্মেলন তাইওয়ানের রাজধানী তাইপেতে শুরু হয়েছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট টাসি ইং-ওয়েন আজ তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন। আগামী ১৩ সেপ্টেম্বর এই সম্মেলন শেষ হবে।
তাইওয়ানের পলিটিক্যাল কমিশনার উ জেং জং, কাউন্সিলর এড্রি ট্যাং, অর্থনীতি বিষয়ক মন্ত্রী জং-চিন সেন, তাইপের মেয়র কো ওয়েন-জে, উইটসা চয়ারম্যান ইভোনি চিউ প্রমুখ উপস্থিত ছিলেন।
রোববার বিকেলে তাইওয়ানের অর্থনীতি বিষয়ক মন্ত্রী জং-চিন সেন ডাব্লিউসিআইটি সম্মেলনে আগত অতিথিদের ‘ওয়েলকাম রিশেপশন’ প্রোগ্রামের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাইওয়ানে স্বাগত জানান।
উইটসা চেয়ারম্যান ইভোনি চিউ জানান, ২০১৮ সালের ডাব্লিউসিআইটি সম্মেলন ১৯ থেকে ২১ ফেব্রুয়ারী ভারতের হায়দারাবাদে অনুষ্ঠিত হবে।
২০১৯ সালে তথ্যপ্রযুক্তির এই বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হবে আর্মেনিয়ায় এবং ২০২০ সালে অনুষ্ঠিত হবে মালয়েশিয়ায়। এরপরই ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ন জয়ন্তীর বছর বাংলাদেশে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সমিতির মহাসচিব সুব্রত সরকার জানান, বাংলাদেশের ৫৩ সদস্য’র একটি প্রতিনিধিদল এবারের বিশ্ব আইটি সম্মেলনে অংশ নিয়েছে।
(এম আর / ১১ সেপ্টেম্বর, ২০১৭)