Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সিঙ্গাপুরে সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কোনো পদে সংখ্যালঘু মুসলিম মালয় সম্প্রদায়ের কাউকে খুঁজে পাওয়া যাবে না। বিচার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন আছেন। অথচ চলতি মাসেই দক্ষিণ-পূর্ব এশিয়ার নগর রাষ্ট্রটির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন দরিদ্রতম সংখ্যালঘু এ নৃগোষ্ঠীর এক সদস্য।

গতকাল সোমবার স্ট্রেইটস টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতি পদে যেসব প্রার্থী অংশ নিয়েছিলেন, তাদের সবাইকে টেক্কা দিয়ে সাবেক সংসদ সদস্য হালিমাহ ইয়াকুব মনোনীত হয়েছেন। আর যেহেতু ২৩ সেপ্টেম্বর নির্বাচনে কোনো যোগ্য প্রার্থী নেই, তাই সিঙ্গাপুরের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে হালিমাহর দায়িত্ব গ্রহণ এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। খবর রয়টার্স।

প্রতিবেদনে স্ট্রেইট টাইমস জানায়, এ বছরের জন্য মালয়ের সংখ্যালঘু নৃগোষ্ঠী প্রার্থীদের জন্য আনুষ্ঠানিক এ পদটি সংরক্ষিত ছিল। আর নির্বাচনী এ প্রতিযোগিতায় একমাত্র হালিমাহকে যোগ্য বলে মনে করেছেন প্রেসিডেন্সিয়াল ইলেকশনস কমিটি। মূলত বহু সংস্কৃতির দেশ সিঙ্গাপুরে অন্তর্ভুক্তিমূলক চেতনা বলিষ্ঠ করতেই এ ধরনের উদ্যোগ নেয় সিঙ্গাপুর।

যদিও সংখ্যালঘু নৃগোষ্ঠীর কেউ প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, মালয়রা এখনো অনেকটাই পিছিয়ে আছে। এ বিষয়ে ব্যবসায়ী সালেহ ম্যারিকান বলেন, সিঙ্গাপুরের প্রেক্ষাপট অনুযায়ী মালয় সম্পর্কিত যেসব ইস্যু রয়েছে, অদূর ভবিষ্যতে সেগুলোর সমাধান হবে, এটাই আমার প্রত্যাশা।

(এমআইআর/ ১২ সেপ্টেম্বর ২০১৭)