Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশে শিল্পায়নের মাধ্যম হতে পারে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। এই বিষয়টি বিবেচনা করেই বিনিয়োগকারীদের প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সারাদেশের সাধারণ মানুষের মাঝে বিনিয়োগ শিক্ষা কর্মসূচির অংশ হিসেবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএসইসির পরিচালক রিপন কুমার দেবনাথ।

সোমবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় রাজধানীর দিলকুশায় পিপলস ভবনে এই বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের আয়োজন করা হয়।

রিপন কুমার বলেন, ২০১০ সালের ধ্বসের পর বাজারে অনেক পরিবর্তন হয়েছে। নতুন নতুন অনেক আইন প্রণয়ন করা হয়েছে। যদি বিনিয়োগকারীরা প্রশিক্ষিত না হয়, তাহলে এর সুফল পাওয়া যাবে না। তাই বিনিয়োগকারীদের প্রশিক্ষিত করতে দেশব্যাপী এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, এই প্রশিক্ষণটি স্বল্প,মধ্য ও দীর্ঘ তিন মেয়াদে পরিচালিত হবে। দীর্ঘ মেয়াদে আমরা দেশের টপ টু বটম সবার মাঝে পৌঁছাতে চাই।

তিনি আরও বলেন, বিএসইসি মনে করে ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নের হাতিয়ার হতে পারে পুঁজিবাজার। পুঁজিবাজার থেকে উদ্যোক্তারা টাকা নিয়ে বিনিয়োগ করে দেশে শিল্পায়ন করবে। এর ফলে বাড়বে কর্মসংস্থান। প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাবারাক হোসেন ভূইয়া। আরও উপস্থিত ছিলেন প্রধান পরিচালন কর্মকর্তা তানভীর রেজা, প্রধান অর্থ কর্মকর্তা খন্দকার রায়হান আলী ও বিজনেস বিভাগের প্রধান রেজা মাসুদ আল হুদা।

(এসএএম/ ১২ সেপ্টেম্বর ২০১৭)