বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় সংখ্যালঘু ৪ লাখ রোহিঙ্গার জন্য দাতাসংস্থাগুলোকে ‘ব্যাপকভাবে’ সহায়তা কার্যক্রম বাড়াতে হবে। তাদেরকে সাহায্য করার জন্য প্রয়োজনীয় অর্থের চাহিদা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে।
বুধবার জাতিসংঘের শীর্ষ এক কর্মকর্তা এ মন্তব্য করেছেন।
গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে দেশটির পুলিশের ৩০টি তল্লাশি চৌকি ও একটি সেনা ক্যাম্পে হামলা চালায় রোহিঙ্গা বিদ্রোহীরা। এ হামলার জেরে রাখাইনে দেশটির সেনাবাহিনীর রোহিঙ্গা বিরোধী ক্লিয়ারেন্স অপারেশনে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার সহকারী হাই কমিশনার জর্জ উইলিয়াম ওকথ-ওব্বো কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় কেন্দ্র পরিদর্শনের সময় রয়টার্সকে বলেন, ‘খাবার থেকে শুরু করে আশ্রয়, সহায়তার সবকিছুই ব্যাপকভাবে বাড়াতে হবে।’
(এসএএম/ ১৩ সেপ্টেম্বর ২০১৭)