বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৪ টন ত্রাণ পাঠিয়েছে মরক্কো।
বৃহস্পতিবার সকাল মরক্কো এয়ারের একটি কার্গো বিমান চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশের পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী গ্রহণ করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) হাবিবুর রহমান এবং জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আবুল কালাম আজাদ।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) হাবিবুর রহমান বলেন, মরক্কোর দেওয়া ১৪ টন ত্রাণে সামগ্রীর মধ্যে রয়েছে ৭০টি তাবু, এক হাজার কম্বল, এক লট মেডিকেল কিটস, দুই টন দুধ, চার টন চাল ও মেট্রেস।
এর আগে, গত ৯ সেপ্টেম্বর রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছে মালয়েশিয়া।
রাখাইনের কয়েকটি পুলিশ ফাঁড়ি এবং একটি সেনা ক্যাম্পে গত ২৪ অগাস্ট রাতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে সেনা অভিযান শুরু হয়। তখন থেকেই নতুন করে শুরু হয় রোহিঙ্গা শরণার্থীদের স্রোত।
জাতিসংঘের তথ্য মতে, মিয়ানমারের সহিংসতা থেকে বাঁচতে গত ২ সপ্তাহে নতুন করে বাংলাদেশের পালিয়ে এসেছেন ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা। প্রতিদিন বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। ১৯৯০ দশকের পর রোহিঙ্গাদের এমন স্রোত দেখা যায়নি।
(এসএএম/ ১৪ সেপ্টেম্বর, ২০১৭)