বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেছেন, বিশ্বে কোনো কিছুতেই শর্টকার্ট পথে ভালো কিছু করা যায় না। এভাবে কখনও সাময়িক লাভ হলেও হতে পারে, কিন্তু তা টেকসই হয় না। পুঁজিবাজারও এর বাইরে নয়। এখানেও ভালো করতে হলে প্রস্তুতি প্রয়োজন, ধৈর্য্য প্রয়োজন।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলশানে ঢাকা স্টক এক্সচেঞ্জের অন্যতম ব্রোকার অ্যাপেক্স ইনভেস্টমেন্টের প্রধান কার্যালয়ে বিনিয়োগকারীদের নিয়ে এক প্রশিক্ষণমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি এই প্রশিক্ষণের আয়োজন করে।
অ্যাপেক্স ইনভেস্টমেন্টের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা দিলীপ কাজুরির সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিএসইসির পরিচালক মোহাম্মদ শফিউল আজম ও শেখ মাহবুবুর রহমান।
সাইফুর রহমান বলেন, আমাদের বিনিয়োগ শিক্ষা কার্যক্রম নতুন করে সবাইকে পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্যে উৎসাহী করতে নয়। যারা বিনিয়োগ করেছেন বা করতে চাচ্ছেন তাদেরকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করার জন্যে। আমরা চাই, বিনিয়োগের মৌলিক বিষয়গুলো জেনেই মানুষ পুঁজিবাজারে বিনিয়োগ করুক।
তিনি বলেন, যে কোনো ব্যবসা শুরুর আগে মানুষ সম্ভাব্যতা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। পুঁজিবাজারের ক্ষেত্রেও তা হওয়া উচিত। কিন্তু এখানে যারা আসেন, তাদের বেশিরভাগই কোনো খোঁজখবর নিয়ে, জেনেবুঝে তৈরি হয়ে আসেন না। এটি ঠিক নয়।
সাইফুর রহমান বলেন, আর্থিক বাজারে মানুষ টাকা রাখলে বছর শেষে ৪-৫ শতাংশ সুদ পায়। আর ওই লোকই পুঁজিবাজারে বিনিয়োগ করলে তৃতীয় দিনের মাথায় সেটি দ্বিগুণ পাওয়ার প্রত্যাশা করে। এই প্রত্যাশা কিছুতেই বাস্তব সম্মত নয়।
সাইফুর রহমান বলেন, বিনিয়োগকারীদের নিয়েই পুঁজিবাজার। বিনিয়োগকারী না থাকলে এই বাজারের কোনো মূল্য নেই। তাই বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়ে দেশের উন্নয়নে পুঁজিবাজারের অবদান বাড়াতে চাই।
বিএসইসির পরিচালক শেখ মাহবুবুর রহমান শেয়ার কেনাবেচা বৈধ ও অবৈধ ধরনগুলো তুলে ধরেন। তিনি এসব বিষয়ে সচেতন থাকতে বিনিয়োগকারীদের পরামর্শ দেন।
তিনি বলেন, অন্যের কথায় বিনিয়োগ করে ঝুকি নিবেন না। নিজের টাকা নিজেই বুঝে বিনিয়োগ করেন। এ জন্য নিজেকে তৈরি করতে হবে। তাহলেই পুঁজিবাজার থেকে মুনাফা করা সম্ভব। ।
বিএসইসির পরিচালক শফিউল আজম বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা যাতে কিছু মুনাফা তুলে নিতে পারে সেই জন্যই তাদের প্রশিক্ষিত করা হচ্ছে। বাজার সম্পর্কে একটু ধারণা থাকলে কেউ বিনিয়োগকারীদের ভূল পথে চালাতে পারবে না।
(এসএএম/ ১৫ সেপ্টেম্বর ২০১৭)