Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেক্স, ঢাকা:‘দ্বিতীয় ওয়ার্ল্ড কংগ্রেস অন ওপেন এডুকেশনাল রিসোর্সেস (ওইআর)’ সম্মেলনে যোগ দিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্লোভেনিয়ায় গেছেন। শনিবার মধ্যরাতে তিনি ঢাকা ছেড়েছেন। আজ (রোববার) শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন তথ্য জানানো হয়েছে।

স্লোভেনিয়ার রাজধানী লুবজানায় আগামী সোমবার-বুধবার (১৮-২০ সেপ্টেম্বর) এ কংগ্রেস অনুষ্ঠিত হবে। ইউনেস্কো এবং স্লোভেনিয়ার শিক্ষা, বিজ্ঞান ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।

সম্মেলনের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘ওইআর ফর ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল কোয়ালিটি এডুকেশন’। শিক্ষামন্ত্রী সম্মেলনের ওপেন এডুকেশনাল রিসোর্সেস এবং গুণগত মানসম্পন্ন শিক্ষাবিষয়ক মন্ত্রিপর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন।

বৈঠকে এসডিজি-৪ এর মানসম্পন্ন শিক্ষা বাস্তবায়নে এবং জীবনব্যাপী শিক্ষণ সুযোগ তৈরিতে ওইআর-এর ভূমিকা ও ব্যবহার নিয়ে আলোচনা হবে।

সম্মেলনে ‘লুবজানা ওইআর অ্যাকশন প্লান-২০১৭’ গ্রহণ করা হবে। আগামী বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

(দীপ্ত/ ১৭ সেপ্টেম্বর ২০১৭