প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজধানীর উত্তরায় আরও একটি বিনিয়োগ মিক্ষা কর্মশালা সম্পন্ন করেছে দেশের অন্যতম শীর্ষ ব্রোকারেজ হাউজ ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।
গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজে এ কর্মশালাটি করা হয়।
প্রশিক্ষণ কর্মশালাটিতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সিনিয়র ম্যানেজার ও বিনিয়োগ শিক্ষা বিভাগের প্রধান মোহাম্মাদ রনি ইসলাম।
কর্মশালাটির সঞ্চালনায় ছিলেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের ‘অপরাজিতা’র ইউনিট হেড শানিলা মেহজাবিন।
অনান্যের মধ্যে ব্র্যাক ইপিএল স্ট ব্রোকারেজের হেড অব সেটেলম্যান্ট মাইকেল অঞ্জন বাড়ৈই, প্রতিষ্ঠানটির হেড অব রিটেইল বিজনেস আরিফুল হক মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
(শামীম/ ২০ সেপ্টেম্বর ২০১৭)