Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা :  প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে টেকনোলজিস টেলিকম অপারেটরদের ডিজিটাল ট্রান্সফরমেশন বা রূপান্তরের গতি বাড়াতে ১০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে।

আগামী ৩ বছরে এ অর্থ লগ্নি করবে প্রতিষ্ঠানটি। গত সোমবার হংকংয়ে অনুুষ্ঠিত বার্ষিক ‘অপারেশনস ট্রান্সফরমেশন ফোরামে’ হুয়াওয়ে টেকনোলজিসের ক্যারিয়ার গ্রুপের প্রেসিডেন্ট রায়ান ডিং এ তথ্য জানান। খরব টেলিকমএশিয়া।

রায়ান ডিং বলেন, ডিজিটাল ট্রান্সফরমেশন এখন একটি সাধারণ লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তবে ডিজিটাল সেবা বিভিন্ন দিক দিয়ে পৃথক। গত তিন বছরে আমরা ডিজিটাল ট্রান্সফরমেশনের নির্মাণকৌশল ও নিয়মাবলি নিয়ে অনেক কথা বলেছি। চলতি বছরে ডিজিটাল ব্যবসা ও সেবার ওপর গুরুত্ব দিচ্ছি, যা এরই মধ্যে স্থানান্তরিত হয়েছে। এটি খুবই উৎসাহমূলক পরিবর্তন।

ডিং বলেন, ৭২ শতাংশ সেলফোন ক্যারিয়ার বা অপারেটর কোম্পানি মনে করে ডিজিটালাইজেশন মধ্য কিংবা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, যা শেষ হতে তিন থেকে পাঁচ বছর সময় লেগে যেতে পারে। এদের মধ্যে অর্ধেকের বেশি খুব তাড়াতাড়ি পণ্য ও সেবা সরবরাহের পরিকল্পনা নিয়েছে। এ ধরনের পরিবর্তন হলে টেলিকম খাতের সাধারণ ভয়েস ও ডাটা ব্যবসায় তার নেতিবাচক প্রভাবের আশঙ্কা করা হচ্ছে।

রায়ান ডিং বলেন, এন্টারপ্রাইজ তথ্যপ্রযুক্তি (আইটি) ও বেসরকারি লাইন, ভিডিও, আইওটি সেবা অপারেটরদের ব্যবসার প্রবৃদ্ধি বিকাশে সহায়তা করবে এবং আগামী এক কিংবা দুই বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি করবে।

ডিং বলেন, সেলফোন ক্যারিয়ার কোম্পানিগুলোর জন্য মূল সম্পদ হচ্ছে যোগাযোগ নেটওয়ার্ক যা টেলিকম অপারেটরদের বিস্তৃত কাভারেজ, বিশাল সংযোগ এবং কেন্দ্রীভূত কার্যক্রমের মতো তিনটি বড় ধরনের সুযোগ সৃষ্টি করেছে। এন্টারপ্রাইজ আইটি ও সংযোগ, ভিডিও, আইওটি সেবা অপারেটরদের নেটওয়ার্ক সুবিধায় পূর্ণ গতি প্রদান করছে। এতে অপারেটররা আরো ভালোভাবে ডিজিটাল প্রযুক্তির সঙ্গে নিজেদের আবদ্ধ করতে পারে।

টেলিকম খাতে এ ধরনের সেবাসমূহ এখন পর্যন্ত বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। যেমন— এন্টারপ্রাইজ বেসরকারি সংযোগ বাজারে কীভাবে সময় কমাবে এবং ভিডিও এখন উচ্চ ব্যান্ডউইডথ-নির্ভর হয়ে পড়েছে।

সূত্র: টেলিকম এশিয়া

(এম আর / ২১ সেপ্টেম্বর, ২০১৭)