বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনার তালিকায় উঠে এসেছে আর্থিক খাতের ৬ কোম্পানি। এর মধ্যে শীর্ষে অবস্থান করছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২০.৭৮ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৩ কোটি ৭১ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৬৮ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার দর বেড়েছে ১৮.১৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১২ কোটি ৫৯ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৬২ কোটি ৯৯ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সের দর বেড়েছে ১৪.৪৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ১৬ কোটি ৯৪ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে ১৪.০৮ শতাংশ, জিএসপি ফাইন্যান্স কোম্পানিতে ৯.৩৬ শতাংশ, জিএসপি ফাইন্যান্সে ১২.৬৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ১১.৮৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে ১৫.৭১ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ১৫.৪৮ শতাংশ এবং মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলসে ১১.৫৭ শতাংশ দর বেড়েছে।
(ইউএম/ ১১ মার্চ ২০১৭)