Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আজ শনিবার সকালে চারুকলা অনুষদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ১ম বর্ষ বিএফএ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা (অংকন) অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে অংকন পরীক্ষা পরিদর্শন করেন।

এ সময় চারুকলা অনুষদের ডিন ও ‘চ’-ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের জেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর, শনিবার ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণ জ্ঞান অংশে উত্তীর্ণ ১হাজার ৫৫২জন আজ অংকন পরীক্ষায় অংশগ্রহণ করে। ‘চ’ইউনিটে মোট আসন রয়েছে ১৩৫টি।

(দীপ্ত/ ২৩ সেপ্টেম্বর ২০১৭)