Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দ্রুত চার্জ হবে (কুইক চার্জ) এমন বৈশিষ্ট্য সম্পন্ন আরও দুইটি মোবাইল ফোন বাজারে আনতে যাচ্ছে নোকিয়া। নাম ছাড়া শুধু টি এ-১০৪১ ও টি এ-১০৪২ প্রতীকী নামের এ দুটি হ্যান্ডসেট আগামী মাসেই বাজারে ছাড়বে এইচএমডি। আর অ্যান্ড্রয়েড এ ফোনগুলোর অন্যান্য বৈশিষ্ট্য বলতে নোকিয়া ৮ এর ফিচারগুলোই থাকবে।

ইতোমধ্যে চীনের বাজারে ছাড়ার অনুমোদন পেয়েছে বলেও প্রতিবেদনে জানা গেছে। তবে যদিমাত্র শুধু নোকিয়া ৮ এর ভিন্ন সংস্করণ হয় তাহলে চীনের বাজারেই এই মোবাইল গুলো সীমাবদ্ধ থাকবে। তবে এর দাম কিরকম হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি এখনো।

বেশ কিছুদিন ব্যবসায়িক মন্দা ও বাজার থেকে ক্রমাগত সরে যাওয়ার পর নতুন মোবাইল ফোন নিয়ে কিছুটা চুপচাপ ছিল এক সময়কার মোবাইল হ্যান্ডসেট জায়ান্ট প্রতিষ্ঠান নোকিয়া। এরপর প্রতিযোগিতামূলক বাজারে তাল মেলাতে নিজেদের অপারেটিং সিস্টেমের বদলে জনপ্রিয় অ্যান্ড্রয়েডেই ফিরে আসে। আর সেই সঙ্গে নোকিয়া’র বাজারে আত্মপ্রকাশকে বেশ শঙ্কা নিয়েই দেখছিল অন্যান্য হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানগুলো। তাই তাদের সঙ্গে প্রতিযোগিতায় একের পর এক হ্যান্ডসেট উৎপাদন ও বাজারজাত করে ভোক্তাদের কাছে আবার বিশ্বস্ত হতে চাইছে নোকিয়া।

সূত্র : ফোন অ্যারেনা

(দীপ্ত/ ২৪ সেপ্টেম্বর ২০১৭)