Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: শাখা ব্যবস্থাপক (ব্রাঞ্চ ম্যানেজার) এবং কর্পোরেট বিজনেজ ডেভেলপমেন্ট ইউনিটের নতুন নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের নিয়ে “ফিন্যান্সিয়াল প্রোডাক্টস্ এ্যান্ড ফিন্যান্সিয়াল মার্কেটস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেছে পুঁজিবাজারের অন্যতম শীর্ষ ব্রোকারেজ হাউজ ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।

গত ২৩ সেপ্টেম্বর ২০১৭ শনিবার রাজধানীর গুলশানে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এর প্রধান কার্যালয়ে এ কর্মশালাটি সম্পন্ন হয়।

প্রশিক্ষণের সমাপনী অধিবেশন পরিচালনা করেন  ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)শরীফ এম এ রহমান।

এই প্রশিক্ষণের মূল সঞ্চালক ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রোফেশনাল এর বিজনেজ  এ্যাডমিনিস্ট্রেশন ইন ফাইন্যান্স এ্যান্ড  ব্যাংকিং বিভাগের প্রভাষক ফারহানা রহমান।

বর্তমান প্রেক্ষাপটে আর্থিক খাতের বিভিন্ন পণ্য এবং বাজার সমূহের গতিপ্রকৃতি সম্পর্কে স্টাফদের সচেতন করাই ছিল এই প্রশিক্ষণের উদ্দেশ্য।

কর্মশালায় ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের সিইও শরীফ এম এ রহমান বলেন, এই প্রশিক্ষণলব্ধ  জ্ঞানকে কাজে লাগিয়ে সেবার মানকে আরও কত বৈচিত্র্যময় করা যায় তা আপনারা শিখতে পেড়েছেন। পাশাপাশি চিন্তার প্রসার ঘটানোর উপর তাগিদ প্রদান করেন তিনি।

উক্ত প্রশিক্ষণে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এর পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব রিটেইল সেলস এন্ড ট্রেড  আরিফুল হক মল্লিক, হেড অব কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট এনাম আহমেদ হাসান এবং  অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কর্পোরেট বিজিনেস্ ডেভেলপমেন্ট শাহরিয়ার আজাদ।

প্রশিক্ষণটির সমন্বয়কারী হিসেবে ছিলেন এইচআর এ্যান্ড লার্নিং এর কর্মকর্তা এ.কে.এম. শাহ্ আলম।

(এসএএম/ ২৪ সেপ্টেম্বর ২০১৭)