বিনিয়োগবার্ত ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি মাস অর্থাৎ মার্চ মাসে অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আরএকে সিরামিকস, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফিন্যান্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স, আইডিএলসি ফিন্যান্স, সোস্যাল ইসলামী ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, আর.এন স্পিনিং ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
এই কোম্পানির এজিএম আগামী ২১ মার্চ সকাল সাড়ে ১০টায় রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেবে না।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন
এই কোম্পানির এজিএম আগামী ২২ মার্চ সকাল ১১টায় চিটাগং পোর্ট এলাকা, শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুনসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১২ শতাংশ লভ্যাংশ দেবে।
আরএকে সিরামিকস
আরএকে সিরামিকসের এজিএম আগামী ২৯ মার্চ সকাল ১০টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা, খিলক্ষেতে অনুষ্ঠিত হবে। এই কোম্পানি সমাপ্ত হিসাব বছরে ২৫ শতাংশ লভ্যাংশ দেবে।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স
এই কোম্পানির এজিএম আগামী ৩০ মার্চ সকাল ১১টায় স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এই কোম্পানি সমাপ্ত হিসাব বছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
এছাড়া আগামী ৩০ মার্চ লংকাবাংলা ফিন্যান্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স, আইডিএলসি ফিন্যান্স, সোস্যাল ইসলামী ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, আর.এন স্পিনিং ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে।
(এসএএম/ ১১ মার্চ ২০১৭)