বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ২০১৭-১৮ অর্থ বছরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুকূলে মোট দুই কোটি চল্লিশ লক্ষ টাকা অর্থ বরাদ্দ প্রদান করা হয়েোছ বলে জানিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
সোমবার অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের ‘বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির’ ১৫তম বৈঠকে এ তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হক এতে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য ইমরান আহমেদ, নুরুল ইসলাম মিলন এবং হাজেরা খাতুন বৈঠকে অংশ গ্রহণ করেন। এছাড়াও সভাপতির অভিপ্রায় অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর কার্যাবলী বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে জানানো হয় যে, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠার (ফেব্রুয়ারী ২০১৩) পর থেকে অদ্যাবধি (জুন ২০১৭) সেবাদান খাত থেকে আনুমানিক ২৬ কোটি ৫৮ লক্ষ ৫৫ হাজার টাকা অর্জিত হয়েছে।
পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর যথাযথ বাস্তবায়ন করে সরকারের রুপকল্প ২০২১ অর্জনের সুপারিশ করা হয়।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের এবং পরিচালনার নিমিত্তে রেগুলেটরি বডি দ্রুত গঠন এবং রেগুলেটরি বডি গঠন করতে গিয়ে যেন প্রকল্পের কাজ পিছিয়ে না যায় সেদিকে দৃষ্টি রাখার সুপারিশ করা হয়।
বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, বাংলাদেশ পরমাণু শক্তি নিযন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
(এসএএম/ ২৫ সেপ্টেম্বর ২০১৭)