Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: গতকাল সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ‘পোড়ামন ২’ ছবির নায়ক হিসেবে সিয়ামের নাম ঘোষণা করেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ। তিনি জানান, নতুন এই ছবিতে সিয়াম আহমেদের সঙ্গে জুটি হচ্ছেন পূজা চেরি। ছবির পরিচালক রায়হান রাফি।

সিয়াম বললেন, ‘অনেকেরই স্বপ্ন থাকে সিনেমায় কাজ করবে, তেমনি আমারও ছিল। একটা ভালো প্ল্যাটফর্ম খুঁজছিলাম। জাজ মাল্টিমিডিয়া আমাকে সেই সুযোগ দিয়েছে।’

শুরু থেকে সংবাদমাধ্যমের কাছে স্বীকার না করলেও এরই মধ্যে ‘পোড়ামন ২’ ছবির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছেন সিয়াম আহমেদ। এবার জানালেন, ২৫ দিন ধরে কঠোর পরিশ্রম করেছেন। জিমে যাচ্ছেন, স্ক্রিপ্ট পড়ছেন, নাচের প্রশিক্ষণ নিচ্ছেন।

‘পোড়ামন ২’ ছবির শুটিং হবে মেহেরপুর জেলায়। ২৮ সেপ্টেম্বর থেকে টানা ৩৪ দিন শুটিং হবে। এরপর ছবির দুটি গানের শুটিং হবে সিলেটে।

‘পোড়ামন’ ছবিটি পরিচালনা করেছিলেন জাকির হোসেন রাজু। অভিনয় করেছিলেন সাইমন ও মাহি। ওই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালের ১৪ জুন।

(এম আর / ২৬ সেপ্টেম্বর, ২০১৭)