বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিনিয়োগকারীদের সতর্ক করে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর উদ্বোধন করা চলমান দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের মূল উদ্দেশ্য বিনিয়োগ শিক্ষা বিষয়ে প্রাথমিক ধারণা প্রদানের মাধ্যমে বিনিয়োগকারীদের বিনিয়োগ সচেতনতা বৃদ্ধি করা। বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিনিয়োগকারীদের পুঁজিবাজারে বিনিয়োগের জন্য আহবান করা হয় না বরং বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য বিনিয়োগকারীকে যোগ্য করে তোলাই এ কর্মসূচির প্রধান লক্ষ্য।
চলমান বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আগে নিজের আর্থিক অবস্থা বিশ্লেষণ এবং আর্থিক পরিকল্পনা প্রণয়নসহ ঝুঁকি পর্যলোচনা করুন। তারপর জেনে, বুঝে তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে গুজবে প্রভাবিত না হয়ে বিনিয়োগ করুন।
(এসএএম/ ২৭ সেপ্টেম্বর ২০১৭)