Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও বিজনেস অটোমেশন লিমিটেডের মধ্যে গতকাল এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের প্রধান কার্যালয়ে বাংলাদেশ হাই-টেক পার্কের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এবং বিজনেস অটোমেশন লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হাসান এই স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে হোসনে আরা বেগম বলেন, কালিয়াকৈরে অবস্থিত ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি’-তে সেবা ভবনে ৪ হাজার ৬শ’ বর্গফুট জায়গা বিজনেস অটোমেশন লিমিটেডকে বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘কিউ-প্রো’ সিস্টেমের মাধ্যমে গ্রাহকগণ দ্রুত এবং ঝামেলামুক্ত সেবা পাবে এবং এর মাধ্যমে বঙ্গবন্ধু হাই-টেক সিটি-তে ব্যাপক কর্মসংস্থান হবে ।

জাহিদুল হাসান জানান, ‘কিউ-প্রো’ একটি কম্পিউটার নির্ভর স্বয়ংক্রিয় সারি ব্যবস্থাপনা পদ্ধতি যা গ্রাহকদের সারি ব্যবস্থাপনায় পেশাদারীত্ব আনে এবং একই সাথে প্রিমিয়াম গ্রাহকদের অগ্রাধিকারমূলক সেবা নিশ্চিত করে থাকে।

তিনি বলেন,বাংলাদেশের যেকোনো সেবামূলক প্রতিষ্ঠানে এই সিস্টেম ব্যবহার করা যেতে পারে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে প্রথমে ‘কিউ-প্রো’ সিস্টেম এসেমব্লি এবং পরবর্তীতে ম্যানুফেকচারিং করা হবে।

(এম আর / ২৮ সেপ্টেম্বর, ২০১৭)