বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সাং সু চিকে পদক ও ডিগ্রি দিয়ে সম্মানিত করেছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তবে তখনকার সু চি আর আজকের সু চির মধ্যে বিস্তর ফারাক। তাই রোহিঙ্গা নিপীড়ন নিয়ে সমালোচনার মধ্যে থাকা সু চির একটি প্রতিকৃতি অপসারন করে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুধু সরায়ইনি, অক্সফোর্ডের সেন্ট হিউ কলেজ কর্তৃপক্ষ সু চির প্রতিকৃতির জায়গায় একটি জাপানি চিত্রকর্ম বসিয়েছে।
বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, সেন্ট হিউ কলেজের সাবেক ছাত্রী সু চির ওই প্রতিকৃতি কলেজটির মূল ভবনের প্রবেশদ্বারে ছিল।
কলেজের জনসংযোগ কর্মকর্তা বেঞ্জামিন জোনস বলেছেন, সু চির প্রতিকৃতি একটি ‘নিরাপদ স্থানে’ সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে জাপানি চিত্রশিল্পী ইয়োশিহিরো তাকাদার চিত্রকর্ম ‘একটি সময়ের জন্য’ প্রদর্শিত হবে।
উল্লেখ্য, এই কলেজ থেকে ১৯৬৭ সালে স্নাতক ডিগ্রি নেন সু চি। তার স্বামী ড. মাইকেল অ্যারিস এক সময় ওই কলেজে শিক্ষকতাও করেছেন।
সু চি গৃহবন্দি হওয়ার পর ১৯৯৩ সালে তাকে সম্মানসূচক ডক্টরেট দেয় অক্সফোর্ড। ওই ডিগ্রি তিনি গ্রহণ করেন মুক্তি পাওয়ার পর, ২০১২ সালে।
রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়ন- ইউনিসন গত সপ্তাহে তাকে দেওয়া সম্মাননা স্থগিত করে।
(এসএএম/ ৩০ সেপ্টেম্বর ২০১৭)