Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: বহুদিন জল্পনা কল্পনার পর বাজারে এসেছে আইফোনের নতুন মডেল। আর আসতে না আসতেই আইফোন বিস্ফোরণের খবর পাওয়া গেল।

সম্প্রতি এক ব্যবহারকারী তার নতুন আইফোন ৮ প্লাস বিস্ফোরণ হওয়ার কথা জানিয়েছেন। তাইওয়ানের সেই গ্রাহক জানিয়েছেন, ফোনটি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বড় কোনো ক্ষতি বা আগুন দেখা না গেলেও ফোনটি কয়েক ভাগে ভাগ হয়ে পড়ে। কেসিংটিও বিস্ফোরণের চাপে নষ্ট হয়ে গেছে।

নতুন আইফোনের ক্ষেত্রে এটি প্রথম বিস্ফোরণের ঘটনা বলে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

ফোন ব্যবহারকারী ওই ব্যক্তি জানান, আইফোনটি তিনি পাঁচ দিন ব্যবহার করেছেন। এর পরেই সমস্যা হয়। আইফোনের সরবরাহ করা চার্জার ও কেবল দিয়েই চার্জ হচ্ছিল ফোনটি।

অ্যাপল কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি তদন্ত করে দেখছে।

এর আগে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ মডেলটিতেও ব্যাটারি বিস্ফোরণের বেশ কয়েকটি ঘটনার কথা জানা গিয়েছিল। তথ্যসূত্র : ইন্ডিপেনডেন্ট

(রনক/ ০২অক্টোবর ২০১৭)