বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) উদ্যোগে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’২০১৭ উদযাপিত হয়েছে।
গতকাল চট্টগ্রাম ও সিলেটে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’২০১৭ উযযাপন উপলক্ষ্যে সিএসই’র উদ্যোগে সেমিনারের আয়োজন ও র্যালি বের করা হয়।
ঢাকায় শিল্পকলা একাডেমিতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’২০১৭ এর শুভ উদ্বোধনের পর সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম.সাইফুর রহমান মজুমদারের নেতৃত্বে র্যালি বের করা হয়। র্যালিতে সিএসই’র ট্রেকহোল্ডারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিনিয়োগকারীরা যোগ দেন।
র্যালির পর সিএসই-চিটাগাং কনফারেন্স হলে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিএসইর সাবেক প্রেসিডেন্ট হাবিবুল্লাহ খান।
এদিকে একই সময়ে সিলেট সিটিতে সিএসই’র সাবেক প্রেসিডেন্ট ফখরুদ্দিন আলী আহমেদ এর নেতৃত্বে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’২০১৭ এর র্যালি বের করা হয়। র্যালির পর সিলেটের জিলা পরিষদ অডিটোরিয়ামে সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি থাকেন সিএসই’র সাবেক পরিচালক মো: সিদ্দিকুর রহমান।
(এসএএম/ ০৩ অক্টোবর ২০১৭)