বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: দোল পূর্ণিমা উপলক্ষে ভারতে ছুটি থাকায় রোববার বেনাপোল-পেট্টাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, ভারতে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক থাকবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন জানান, পণ্য পরিবহন বন্ধ থাকলেও যাত্রী পারাপার চলছে।
পেট্টাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দোল পূর্ণিমা একটি বৈষ্ণব উৎসব। বসন্তের এই উৎসবটি ‘হোলি’ নামে পরিচিত। এই উৎসবের কারণে রোববার এ পথে কোনো আমদানি-রপ্তানি হবে না। সোমবার সকাল থেকে পুরোদমে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।
(এমএ/ এসএএম/ ১২ মার্চ ২০১৭)