বিনিয়োগবার্তা ডেস্ক: বিগ বস সিজন ১১ শুরু হয়েছে মাত্র কয়েকদিন। শুরু হতে না হতেই জোরদার বিতর্ক শুরু হলো বিগ বসের ঘরে। এবারের আসরে বেশ কিছু চমকে দেয়ার মতো ঘটনা ঘটতে শুরু করেছে।
প্রতিযোগীদের মধ্যে ঝগড়া তো ছিলই, এবার সবকিছুকে ছাপিয়ে খোদ সঞ্চালক সালমান খানের বিরুদ্ধে মামলা করে বসলেন এক প্রতিযোগী।
সবে মাত্র বিগ বসের ঘর থেকে এলিমিনেটেড হয়েছেন প্রতিযোগী জুবেইর খান। কম ভোট এবং শারীরিক অসুস্থতার কারণেই তিনি প্রতিযোগিতা থেকে বাদ পড়ে গিয়েছেন।
এ ব্যাপারে জানা গিয়েছিল, হতাশা কাটাতে একসঙ্গে অনেক ওষুধ খেয়ে ফেলেছিলেন ওই প্রতিযোগী। সঙ্গে সঙ্গে তার সুস্থতার জন্য বিশেষ ব্যবস্থাও নেয়া হয়। পরে তিনি জানান, তিনি এখন পুরোপুরি সুস্থ রয়েছেন। কিন্তু বিগ বসের ঘর থেকে বাদ পড়ার পরই সালমান খানের নামে মামলা করেন তিনি।
আর সেই মামলায় জুবেইর খান অভিযোগ করেন, সালমান খান তাকে বলেছেন, ‘তুঝে কুত্তা বানাকে নেহি ছোড়া তো মেরা নাম সালমান খান নেহি। তেরে কো কাম করনে নেহি দুঙ্গা। তেরে কো মারুঙ্গা।’ সালমান খানের এই সমস্ত কথার ভিত্তিতেই অভিযোগ দায়ের করেছেন জুবেইর।
(এমআইআর/ ০৯ অক্টোবর ২০১৭)