বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) ২০১৬ সালের অনার্স তৃতীয় বর্ষ (নিয়মিত) পরীক্ষার ফল গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।
এ পরীক্ষায় ৩০টি অনার্স বিষয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ৫৫০টি কলেজের মোট ১ লাখ, ৩৭ হাজার ৮১৬ জন শিক্ষার্থী ২০০টি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করে। প্রকাশিত ফল অনুযায়ী ১ লাখ, ২৮হাজার ৯৪৭ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৩ দশমিক ৯৩ শতাংশ।
প্রকাশিত ফল বিকাল ৫টা থেকে এসএমএস’র মাধ্যমে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে রেজিষ্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে সেন্ট করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকে জানা যাবে।
এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে। সারা দেশে ৩৮টি কেন্দ্রে ৭৩ টি কলেজের মোট ১১ হাজার ৭২০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরমধ্যে ৭ হাজার ৩৮৬জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৬৩ দশমিক ২ শতাংশ। প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকে জানা যাবে।
(এমআইআর/ ১১ অক্টোবর ২০১৭)