Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ, আর ৮ শতাংশ বোনাস। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাব বছরের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা। আর সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৫৮ পয়সা।

এসময়ে কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৮ টাকা ৫৬ পয়সা। আর সমন্বিত এনএভি হয়েছে ২৭ টাকা ৮৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল, ২০১৭।

 

(ইউএম/ ১২ মার্চ ২০১৭)