বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্ট্রাটেজিক পার্টনার বা কৌশলগত বিনিয়োগকারীদের আবেদনের শেষ সময় আগামী ৩০ এপ্রিল। সোমবার (১৩ মার্চ) ফের স্ট্রাটেজিক পার্টনার হতে ইচ্ছুকদের আবেদনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি।
জানা যায়, ডিমিউচ্যুয়ালাইজেশন আইন অনুযায়ী দেশের স্টক এক্সচেঞ্জগুলোকে কৌশলগত বিনিয়োগকারীর কাছে তাদের সংরক্ষিত ২৫ শতাংশ শেয়ার বিক্রি করতে হবে। ২০১৩ সালে কার্যকর হওয়া ডিমিউচ্যুয়ালাইজেশন আইন অনুযায়ী ৩ বছরের মধ্যে দেশের উভয় স্টক এক্সচেঞ্জকে স্ট্র্যাটেজিক ইনভেস্টর (কৌশলগত বিনিয়োগকারী) খুঁজে বের করতে হবে। কিন্তু তিন বছরের মধ্যে পার্টনার না পাওয়ায় বিএসইসি এ সময় সীমা বাড়িয়েছে। তার মেয়াদ শেষ হবে চলতি বছরের জুনে।
(এসএএম/ ১৩ মার্চ ২০১৭)