বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এদিন কোম্পানির প্রতি ইউনিটের দর বেড়েছে ৫.১৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের সমাপনী মূল্য ছিল ১১.৭ টাকা। সোমবার লেনদেন শেষে কোম্পানির ইউনিটের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১২.৩ টাকায়। এ দিন কোম্পানির ইউনিট ১১.৭ টাকা থেকে ১২.৪ টাকায় লেনদেন হয়।
টপ টেন গেইনারের অপর ইস্যুগুলোর মধ্যে- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৪.৭৪ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৪.৫৫ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৩.৫৬ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইলের ৩.৫১ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৩.০৫ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৯৪ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকসের ২.৯২ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ২.৯০ শতাংশ ও ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৭৮ শতাংশ দাম বেড়েছে।
(ইউএম/ ১৩ মার্চ ২০১৭)