Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: স্বয়ংক্রিয় স্বচালিত গাড়ির জন্য আলাদা একটি কোম্পানি খুলছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। নতুন কোম্পানির নাম হবে ওয়েমো। মঙ্গলবার অ্যালফাবেটের কর্মকর্তারা নতুন কোম্পানির ঘোষণা দেন। এর মাধ্যমে গাড়ির গবেষণা ক্ষেত্র থেকে অর্থ আয়ের দিকে ঝুঁকল প্রতিষ্ঠানটি।

দীর্ঘ সাত বছর ধরে স্বয়ংক্রিয় গাড়ি তৈরিতে গবেষণা চালাচ্ছিল গুগল। চালকবিহীন গাড়ির প্রযুক্তির ক্ষেত্রে বেশ এগিয়ে ছিল প্রতিষ্ঠানটি। তবে বর্তমানে উবার, অ্যাপলের মতো প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে এগিয়ে আসছে।
অ্যালফাবেটের স্বচালিত গাড়ি প্রযুক্তির প্রকল্প প্রধান জন ক্রাফসিক বলেন, ‘আমাদের প্রযুক্তি যে এখন উল্লেখযোগ্য জায়গায় এসেছে, এটি তারই সংকেত। আমাদের স্বচালিত গাড়ির প্রযুক্তি সব ক্ষেত্রে ব্যবহৃত হবে, তা ভাবা যায়। এত দিন এই কর্মসূচি গুগল এক্স ল্যাবের গোপন গবেষণার অংশ ছিল। কিন্তু ওয়েমো এখন মোবিলিটির দুনিয়ায় নতুন পথ খুলে দেবে।’

তথ্যসূত্র: রয়টার্স।
(আরআর/১৩ই মার্চ ২০১৭)