Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশের পুঁজিবাজারে নরওজিয়ান ফান্ডের বিনিয়োগ শুরু হয় ২০১৫ সালে। ওই বছর ফান্ডটি এ দেশের বাজারে ১ কোটি ৯০ লাখ ডলার বিনিয়োগ করে। আর ২০১৬ সালে এই বিনিয়োগের পরিমান দাড়ায় ১১ কোটি ৯০ লাখ ডলার।

এ হিসেবে গত এক বছরে বাংলাদেশের পুজিবাজারে ফান্ডটির বিনিয়োগ বেড়েছে ৬ গুণেরও বেশি।

ঢাকায় নরওয়ের দূতাবাস সূত্র এ তথ্য জানিয়েছে।

ফেসবুকে সম্প্রতি এক পোস্টে দেশটির দূতাবাস জানিয়েছে, নরওয়েজিয়ান গভর্মেন্ট পেনশন ফান্ড গ্লোবাল স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়াচ্ছে। ২০১৬ সাল শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে তালিকাভুক্ত ১৫টি কোম্পানিতে ফান্ডটি ১১৯ মিলিয়ন ডলার বা ১১ কোটি ৯০ লাখ ডলার বিনিয়োগ করেছে।

পোস্টে আরও বলা হয়, নরওয়ের এই বিনিয়োগ বৃদ্ধি বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক।

রাষ্ট্রদূত সিদসেল ব্লেকেন বলেন, বাংলাদেশের অর্থনীতি দিন দিন পরিপক্ক হচ্ছে। এই যাত্রায় কোম্পানিগুলোও অবদান রাখছে। আর তাতে অবদান রাখছে নরওয়ের এই ফান্ড।

উল্লেখ্য, বিশ্বের ৭৭টি দেশের মোট ৯০০ কোম্পানিতে ফান্ডটির বিনিয়োগ রয়েছে।

(এসএএম/ ১৪ মার্চ ২০১৭)