Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ব্রোকারেজ হাউজগুলোর কাছে মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আইপিডিসি ফাইন্যান্স ব্রোকারেজ হাউজগুলোর কাছে মার্জিন ঋণধারীদের নাম, ই-মেইল, ই-টিআইএন, বেনিফিসিয়ারি নাম (ডিপি) ব্যাংক হিসাবের নাম জমা দিতে বলা হয়েছে। ব্রোকারেজ হাউজগুলোকে আগামী ৩০ মার্চের আগেই এসব তথ্য পাঠাতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৪৩তম কমিশন সভায় মার্জিন ঋণধারীদের ডিভিডেন্ড সরাসরি তাদের অ্যাকাউন্টে না পাঠানোর নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, ব্রোকারহাউজ থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীরা সরাসরি তালিকাভুক্ত কোম্পানি বা মিউচ্যুয়াল ফান্ড ঘোষিত ডিভিডেন্ড পাবেন না। এ ডিভিডেন্ড জমা হবে ঋণদাতা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে।

(এমআইআর/ ১৪ মার্চ ২০১৭)