Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে ব্যাংক খাতের আধিপত্য রয়েছে। এদিন তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৫টিই রয়েছে ব্যাংক খাতের। এদিকে আজ ব্যাংক খাতে লেনদেনে অংশ নেওয়া ৭৯.৩১ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মঙ্গলবার টপটেন গেইনারের শীর্ষে রয়েছে আইএফআইসি ব্যাংক। আজ ব্যাংকটির দর ২ টাকা বা ৭ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। আজ কোম্পানিটি ৩ হাজার ১৬ বারে এক কোটি ১৫ লাখ ৫ হাজার ৮৩৮টি শেয়ার লেনদেন করে।

গেইনারের দ্বিতীয় স্থানে থাকা যমুনা ব্যাংকের ১ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ২২ শতাংশ দর বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। আজ কোম্পানিটি ৮০৮ বারে ২৬ লাখ ২৯ হাজার ৭৭০টি শেয়ার লেনদেন করে।

তালিকার চতুর্থ স্থানে থাকা এনসিসি ব্যাংকের ৮০ পয়সা বা ৫ দশমিক ৪৪ শতাংশ দর বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অপর দুই ব্যাংকের মধ্যে প্রাইম ব্যাংকের ৩ দশমিক ৭৮ শতাংশ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩ দশমিক ৭৫ শতাংশ দর বেড়েছে।

 

(ইউএম/ ১৪ মার্চ ২০১৭)