Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অনুমতিপত্র ছাড়া বাংলাদেশে শুটিংয়ের অভিযোগে নৃত্য পরিচালক বাবা যাদবসহ চার ভারতীয় শিল্পীকে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।

 

শুক্রবার দুপুরে তাহিরপুর সদরের হোটেল টাঙ্গুয়া ইন থেকে বাবা যাদব ও তার তিন সহযোগী-সঞ্জয় কুমার, বিপ্লব জানা, রাজেশ কুমারকে পুলিশী হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন থানার ওসি নন্দন কান্তি ধর।

তিনি বলেন, “বাংলাদেশ সরকারের অনুমতি না নিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে শুটিং করতে এসেছিল। বিকেলে এমন খবর পেয়ে হোটেল টাঙ্গুয়া ইন থেকে তাদের আমরা নিয়ে এসে ঢাকায় পুলিশের স্পেশাল বেঞ্চে পাঠিয়ে দিয়েছি।”

ওসি জানান, তাহিরপুর থেকে তাদেরকে সুনামগঞ্জ পাঠানো হয়েছে। সেখান থেকে আজ রাতেই তাদের ঢাকায় নেওয়া হবে।

সুনামগঞ্জে সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, ‘পোড়ামন টু’ চলচিত্রের শুটিং করতে তারা টাঙ্গুয়ার হাওরে এসেছিল। তবে বাংলাদেশী শিল্পীদের হাওরে অভিনয়ে কোনো সমস্যা নেই।

‘পোড়ামন টু’ চলচ্চিত্রের পরিচালক রায়হান রাফি শুক্রবার সন্ধ্যায় সঙ্গে আলাপকালে বললেন,“ ‘নুরজাহান’ নামে আরেকটি সিনেমার ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশে এসেছেন বাবা যাদব। সিনেমার নায়িকার সঙ্গে আজ ‘পোড়ামন টু’ সিনেমার সেটে আসেন। কেউ একজন পুলিশকে বিষয়টি ইনফর্ম করলে পুলিশ ঘটনাস্থলে এসে তার ওয়ার্ক পারমিট দেখতে চান। কিন্তু উনি তো ‘পোড়ামন টু’ সিনেমার শুটিং করতে আসেননি। শুধুমাত্র লোকেশন দেখতে এসেছিলেন। পরে সেখান থেকে তিনি চলে যান। উনি ঢাকায় ফিরবেন আজ। ওয়ার্ক পারমিট নিয়েই আমাদের সিনেমায় কাজ করবেন তিনি।”

 

(এএইচএন/ ১১ নভেম্বর ২০১৭)