Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেডের নিট মুনাফা বেড়েছে। ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর ও প্রভিশন পরবর্তী মোট নিট মুনাফা হয়েছে ২৫৬ কোটি ৮২ লাখ টাকা। এর আগের বছর যা ছিল ১৫১ কোটি ৪১ লাখ টাকা।

এ হিসেবে আলোচ্য বছরে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১০৫ কোটি ৪১ লাখ টাকা বা ৬৯.৬১ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ব্যাংকটির কর ও প্রভিশন পূর্ববর্তী মুনাফা হয়েছে ৫৬৭ কোটি ২৮ লাখ টাকা। এই মুনাফার মধ্যে ব্যাংকটি খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন (নিরাপত্তা সঞ্চতি) সংরক্ষণ করেছে ১৫৯ কোটি ৭৩ টাকা। আয় কর পরিশোধ করেছে ১৫০ কোটি ৭২ লাখ টাকা।

২০১৫ সালে ব্যাংকটির কর ও প্রভিশন পূর্ববর্তী মুনাফা ছিল ৩৬৭ কোটি ৩৪ লাখ টাকা। ওই বছর ব্যাংকটি খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন (নিরাপত্তা সঞ্চতি) সংরক্ষণ করে ১০৫ কোটি ৯৩ টাকা। আয় কর পরিশোধ করে ১১০ কোটি টাকা। ২০১৬ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা হয় ৪৭০ কোটি টাকা।

ব্যাংকটির সম্পদের ওপর আয়ের হার (রিটার্ন অন অ্যাসেটস) বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ২৭ শতাংশ। আর মূলধন আয়ের ওপর হার (রিটার্ন অন ইক্যুইটি) বৃদ্ধি পেয়েছে ১১.৩৫ শতাংশ। ব্যাংকের বর্তমান সম্পদ মূল্য দেখানো হয়েছে ২০ হাজার ২১৯ কোটি ১৬ লাখ টাকা।

৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ৬ শতাংশ ছিল নগদ ও ১০ শতাংশ ছিল বোনাস লভ্যাংশ।

এসময়ে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৪২ পয়সা। শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভি) ছিল ২১ টাকা ৮৯ পয়সা।

কোম্পানিটির বর্তমান রিজার্ভ রয়েছে ৬৮১ কোটি ২৩ লাখ টাকা। পরিশোধিত মূলধন ৬৮৭ কোটি ৯০ লাখ টাকা। বর্তমানে ব্যাংকটির ৬৮ কোটি ৭৯ লাখ ৬৮৬টি শেয়ার রয়েছে। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

কোম্পানির মোট শেয়ারের ৩৯.১০ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৩.৮৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে দশমিক ১৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৬.৯০ শতাংশ শেয়ার।

(এসএএম/ ১৫ মার্চ ২০১৭)